You will be redirected to an external website

জুনের শুরুতেই বদলে যাবে আবহাওয়া, সুখের বৃষ্টির দিন শেষ?

জুনের-শুরুতেই-বদলে-যাবে-আবহাওয়া,-সুখের-বৃষ্টির-দিন-শেষ?

এবার বদলে যাবে আবহাওয়া

এবার বদলে যাবে আবহাওয়া৷ দক্ষিণবঙ্গে আজ ও আগামিকাল বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে পার্বত্য জেলাগুলিতে বৃষ্টি চলবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় দু-এক পশলা ভারী বৃষ্টি হবে, বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি।এখনই তাপপ্রবাহের সতর্কবার্তা না থাকলেও গরম হাওয়া অর্থাৎ লু-এর পরিস্থিতি তৈরি হবে। মঙ্গলবারের পর থেকে তাপমাত্রা বাড়বে। রাজ্যজুড়ে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার. জলপাইগুড়িতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘণ্টায়। আগামিকাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ।

দক্ষিণবঙ্গে আজ ও কাল বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামিকাল দু-এক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিমাণ কমবে। মঙ্গলবার থেকে শুকনো আবহাওয়া। বাড়বে গরমও৷ পশ্চিমের জেলায় পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে পারদ।কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। কখনও পরিষ্কার আকাশেরও সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়বে। বৃষ্টির সম্ভাবনা কম। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক। গতকাল বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯০ শতাংশ। ভারী বৃষ্টির পূর্বাভাস এবং ঝোড়ো হাওয়া বইবে উত্তরপ্রদেশ ও রাজস্থানে। শিলাবৃষ্টিতে রাজস্থান আগামী ৪৮ ঘণ্টায়। ভারী বৃষ্টি হবে কেরল, কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে। মঙ্গলবার থেকে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকা ও সমতলে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

সংসদে-স্থাপিত-হল-‘সেঙ্গোল’স্থাপন-করেন-প্রধানমন্ত্রী-মোদী Read Next

সংসদে স্থাপিত হল ‘সেঙ্গ...