You will be redirected to an external website

Heatwave: তাপপ্রবাহের মোকাবিলায় উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

Heatwave:-তাপপ্রবাহের-মোকাবিলায়-উচ্চ-পর্যায়ের-বৈঠকে-বসছেন-কেন্দ্রীয়-স্বাস্থ্যমন্ত্রী

 তীব্র দাবদহে পুড়ছে গোটা দেশ

 তীব্র দাবদহে পুড়ছে গোটা দেশ। বাংলা থেকে বিহার, উত্তর প্রদেশ থেকে মহারাষ্ট্র, সর্বত্রই একই ছবি। চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারা। তাপপ্রবাহের মোকাবিলায় বুধবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। ভোটের মরশুমে দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস আগেই দিয়ে রেখেছে মৌসম ভবন।

এছাড়াও তাপপ্রবাহ মোকাবিলায় সরকারি পরিকাঠামো, বিশেষত স্বাস্থ্যক্ষেত্র কতটা প্রস্তুত তাও খতিয়ে দেখা হবে বৈঠকে। খবর এমনটাই। উচ্চ পর্যায়ের বৈঠকে নীতি আয়োগ, ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস, ICMR এর ডিজি, AIIMS-এর ডিরেক্টর এবং দিল্লির সফদরজং এবং রাম মনোহর লোহিয়া হাসপাতালের স্বাস্থ্যকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে। 

হাওয়া অফিস বলছে আগামী কয়েক গোটা দেশেই অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। বাংলায় আবার ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন গরমের অস্বস্তিকর আবহাওয়া থাকবে গোয়া, কেরল, তামিলনাডু, পুদুচেরি, ওড়িশায়। বর্তমানে তামিলনাড়ু থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা রয়েছে। সেটি আবার কর্ণাটকের ওপর দিয়ে গেছে। অন্যদিকে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর প্রদেশ, বিহার ও অসমে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Lok-Sabha:-অর্জুন-সহ-বাংলার-চার-বিজেপি-নেতাকে-বিশেষ-সুরক্ষা-বলয়-দিল-কেন্দ্র! Read Next

Lok Sabha: অর্জুন-সহ বাংলার চার...