You will be redirected to an external website

সপ্তাহান্তে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা, স্বস্তি পাবে দক্ষিণবঙ্গ!

সপ্তাহান্তে-আবহাওয়ার-উন্নতির-সম্ভাবনা,-স্বস্তি-পাবে-দক্ষিণবঙ্গ!

গা-জ্বালানো গরমে নাকাল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ !

গা-জ্বালানো গরমে নাকাল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। একই অবস্থা উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও। গত কয়েক দিন ধরেই চলছে তাপপ্রবাহ। এই পরিস্থিতিতে অবশেষে আশার বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহেই গরমের দাপট কমতে পারে বলে পূর্বাভাস। 

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২২ এপ্রিল, অর্থাৎ শনিবার থেকে রাজ্যে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। মূলত, ২১ এপ্রিল, অর্থাৎ শুক্রবার থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে। তাপমাত্রা ৪০ ডিগ্রির নীচে নামবে। তবে আপাতত ২১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।উত্তরবঙ্গের মধ্যে দুই দিনাজপুর, মালদহে আপাতত তাপপ্রবাহের সতর্কতা থাকছে। বাকি দিনগুলিতে আপাতত উত্তরের জেলায় তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। গত কয়েক দিনের গরমে কাহিল রাজ্যবাসী। চাতক পাখির মতো বৃষ্টির জন্য হা-পিত্যেশ করে বসে রয়েছেন সকলে। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি জুগিয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। 

শুক্র এবং শনিবার দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই সময় উত্তরের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিনও সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০.০ ডিগ্রি সেলসিয়াসে।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

দক্ষিণের-চার-জেলায়-বৃষ্টির-সম্ভাবনা,কী-বলছে-হাওয়া-অফিস? Read Next

দক্ষিণের চার জেলায় বৃষ্...