You will be redirected to an external website

এগোচ্ছে মোকা , চরম সতর্কতা জারি করল সরকার !

ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে । সংগৃহীত ছবি

শনিবার সন্ধ্যার পর থেকে রবিবার ভোরের মধ্যে ঘূর্ণিঝড় ‘মোকা’ আঘাত হানতে পারে। আর এটি হতে পারে ‘সুপার সাইক্লোন’।ঘূর্ণিঝড় ‘মোকা’র মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ। যে কোনও ধরনের পরিস্থিতির জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বন্দরগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে ।

বৃহস্পতিবার আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় থাকা গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘মোকা’য় পরিণত হয়েছে। দেশের চার সমুদ্রবন্দরেই সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় মোকা বৃহস্পতিবার সকাল ছ’টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৬৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে শুক্রবার সকাল পর্যন্ত উত্তর-উত্তর-পশ্চিম দিকে এবং পরবর্তী সময়ে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-উত্তর-পূর্ব দিকে এগোতে পারে।

জানা যাচ্ছে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।পরিস্থিতির ওপর সর্বতোভাবে নজর রাখছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহম্মদ এনামুর রহমান।

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

শপথগ্রহণ-অনুষ্ঠানে-পাশাপাশি-শুভেন্দু-ফিরহাদ!-দেখা-মমতার-সঙ্গেও Read Next

শপথগ্রহণ অনুষ্ঠানে পাশা...