৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া । সংগৃহীত ছবি
বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৫৯ শতাংশ। কলকাতায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সকাল থেকেই মুখ ভার আকাশের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টিপাতও হয়েছে সকালে।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৫৯ শতাংশ ।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ জেলাতেই বেলার দিকে হতে পারে ঝড়। এদিন উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।সেই সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শুধু তাই নয়, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, এবং মুর্শিদাবাদেও একই পূর্বাভাসের আভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে এইসব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ।দক্ষিণবঙ্গের ১১টি জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।