মণিপুরের ঘটনার প্রতিবাদে সোচ্চার কয়লাঞ্চলের শ্রমিক-কৃষক ।ছবি: নিজস্ব
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার রানিগঞ্জ রেলস্টেশনের প্রবেশপথের সামনে মণিপুরের ঘটনায় ধিক্কার জানিয়ে বিজেপি সরকারের পদত্যাগ দাবি করল সিআইটিইউ ও সারা ভারত কৃষক সভা রানিগঞ্জের কর্মীরা। এদিনের সভায় বক্তব্য রাখেন হেমন্ত প্রভাকর, মলয়কান্তি মণ্ডল, দিব্যেন্দু মুখার্জি, অশোক ঘোষ প্রমূখ। বিভাজনের রাজনীতির কারণে মণিপুরের ঘটনার প্রতিফলন মালদহ'র ঘটনায় ঘটেছে। মালদহে চুরির কথা বলছেন তৃণমূলের মন্ত্রী। নেতৃবৃন্দ বলেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে কয়লা,বালি,গরু,চাকরি ও ভোট চুরি করছে তৃণমূল। তাদের জেলে ভরতে হবে।
মণিপুরে বিজেপি এবং এরাজ্যে তৃণমূল কংগ্রেস প্রশাসনের প্রত্যক্ষ মদতে গণহিংসার পরিবেশ তৈরি করেছে।কর্পোরেট লুটের কাজ জারি রখতে মনিপুরে ইচ্ছাকৃতভাবে নিজেদের হীন রাজনৈতিক স্বার্থে বিজেপি ঘৃণার পরিবেশ প্রতিষ্ঠিত করেছে। জাতিগত বৈরিতার নায়ক বিজেপির মূখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীর অপসারণের দাবি তোলেন। এদিনের প্রতিবাদসভা থেকে দেশ বাঁচাতে বিজেপি এবং বাংলা বাঁচাতে তৃণমূলকে হাঠানোর জোরালো আওয়াজ ওঠে।