বৃষ্টির কোনো সমভবনা নেই উল্টে দক্ষিণবঙ্গে চড়বে পারদ ! সংগৃহীত ছবি
চৈত্র মাস এখনও শেষ হয়নি, তার আগেই পশ্চিমবঙ্গজুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। গরমের দাপটে রীতিমতো কাহিল হয়ে পড়ছে তিলোত্তমা, দক্ষিণবঙ্গের সর্বত্রই একই অবস্থা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি তো হবেই না উল্টে দক্ষিণবঙ্গে চড়বে পারদ। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রার পৌঁছে যেতে পারে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াসে।
আগামী সপ্তাহে, অর্থাৎ সোমবার থেকেই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলা এবং উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে অত্যধিক গরম পড়তে পারে। আগামী কয়েক দিন শুষ্ক গরম অনুভূত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১০ এপ্রিলের পর থেকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে। ফলে এপ্রিলের শুরু থেকেই গরমে আরও কাহিল হতে হবে বঙ্গবাসীকে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রার পারদ ৪১° পৌঁছে যাবে আগামী ১১ অথবা ১২ এপ্রিল। ৬ থেকে ৭টি জেলার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রির বেশি থাকবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ১৫ এপ্রিল পর্যন্ত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
ভয়ংকর এই পরিস্থিতির কথা মাথায় রেখে হাওয়া অফিসের তরফ থেকে ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সাধারণ মানুষকে সাবধানে থাকার বার্তা দেওয়া হয়েছে। প্রচন্ড গরমে অস্বস্তি পরিস্থিতি তৈরি হওয়ার ফলে সুতির জামাকাপড় পরার পরামর্শ দেওয়া হয়েছে এবং বেশি পরিমাণে জল খেতে বলা হয়েছে। অন্যদিকে সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত যতটা সম্ভব বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যে সকল জেলায় সবচেয়ে বেশি তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে সেই সকল জেলাগুলি হল দক্ষিণ-পশ্চিমের জেলাগুলি, উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার থেকেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।