কয়েকটি জেলার জন্য রয়েছে বিশেষ সতর্কবার্তা
বৃষ্টিতে ভোগান্তি আরও বাড়তে চলেছে। জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত বেশ কয়েকটি জেলার জন্য রয়েছে বিশেষ সতর্কবার্তা। আবহাওয়া দফতরের বেলা ১২টার বুলেটিন অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়ায় আগামী ২-৩ ঘণ্টাতেও ভাল বৃষ্টি হবে।
ইতিমধ্যেই অতি গভীর নিম্নচাপে পরিণত মিগজাউম। তেলঙ্গানা হয়ে ছত্তীসগড়ের দিকে সরবে নিম্নচাপ। বাংলায় দুর্যোগের আশঙ্কা নেই। আর তারই প্রভাব পড়েছে বাংলায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ফলে পাকা ধান থেকে আলুচাষে ক্ষতির আশঙ্কা। শুক্রবারের পর আকাশ পরিষ্কার হয়ে রাতের তাপমাত্রা কমতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি সময়ের স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেশি।
এমনিতে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও সেভাবে ঠান্ডা অনুভূত হচ্ছে না। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়ে দিয়েছে, ২০২৩ সালই পৃথিবীর উষ্ণতম বছর হতে চলেছে। ভাঙতে চলেছে ২০১৬, ২০২০ সালের রেকর্ড। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে বাংলাও। শীতের পূর্বাভাসে সেটাই যেন মনে করিয়ে দিল মৌসম ভবন।