বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। ঘূর্ণাবর্ত কি নিম্নচাপে পরিণত হবে? নজর রাখছেন আবহাওয়াবিদরা। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার সংলগ্ন উপকূলে এই সিস্টেম তৈরি হবে। তার প্রভাবে সোমবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে বাংলায়।সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির স্পেল। মৌসুমী অক্ষরেখা জয়সলমীর, কোটা, গুনা থেকে মধ্যপ্রদেশের ওপর দিয়ে সুস্পষ্ট নিম্নচাপ অক্ষরেখা। মধ্যপ্রদেশ, সম্বলপুর, গোপালপুর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত রয়েছে অক্ষরেখা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে শুক্রবার ১৫ সেপ্টেম্বর।দক্ষিণবঙ্গে আজ শনিবার আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কমবে, বাড়বে তাপমাত্রা। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তাপমাত্রা বাড়বে দু-তিন ডিগ্রি সেলসিয়াস।আজ শনি ও রবিবার আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সোমবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোম-বুধবার পর্যন্ত বৃষ্টির আরও একটি স্পেল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।
সোমবার ও বুধবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা। সোমবার বিশ্বকর্মা পুজো, মঙ্গলবার গণেশ পুজোয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টি। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।