You will be redirected to an external website

rail block:নানা দাবিতে আবার রেল, সড়ক অবরোধ কুড়মিদের

rail-block:নানা-দাবিতে-আবার-রেল,-সড়ক-অবরোধ-কুড়মিদের

কুস্তাউর রেল স্টেশনে চলছে অবরোধ

বুধবার ভোর ৫টা থেকে খেমাশুলি এবং কুস্তাউর রেল স্টেশনে চলছে অবরোধ। বিক্ষোভকারীরা রেললাইনে নেমে ধামসা মাদল বাজিয়ে স্লোগান দিতে শুরু করেন। কুড়মিদের প্রস্তাবিত রেল অবরোধের ঘোষণার পর বুধবার ৪৮টি ট্রেন বাতিল করেছিলেন দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। এ ছাড়া, বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তও করা হয়। তার জেরে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পথে নেমে নাকাল হয়েছেন অনেকে। ঝাড়গ্রামে ৬ নম্বর জাতীয় সড়কে অবরোধের জেরে আটকে পড়েছে বহু যানবাহন। বাঁকুড়ায় সড়ক বা রেল অবরোধ না হলেও পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর এই দুই জেলার অবরোধের প্রভাব পড়েছে রেল পরিষেবায়। বুধবার সকাল থেকে খড়্গপুর এবং আদ্রা শাখার বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ খাটো করা হয়েছে। তা ছাড়া একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে খেমাশুলিতে ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিল কুড়মি সমাজ। তা বুধবার আরও বড় আকার নিয়েছে।

মঙ্গলবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, খড়্গপুর শাখায় মোট ৪৮টি ট্রেন বাতিল করা হয়েছে। খড়্গপুর-টাটানগর লাইনের খেমাশুলিতে বুধবার ভোর থেকে অবরোধের ঘোষণা করেছেন কুড়মিরা। একই ভাবে আদ্রা শাখার আদ্রা-চাণ্ডিল লাইনে কুস্তাউরে রেল অবরোধের ডাক দিয়েছেন তাঁরা। এই জোড়া অবরোধের জেরে পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, আদ্রা-পুরুলিয়া স্পেশাল-সহ মোট ৪৮টি ট্রেন বাতিল করেছেন রেল কর্তৃপক্ষ। এ ছাড়া, ৮টি ট্রেনের যাত্রাপথে কাটছাঁট করা হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে হাওড়া-আদ্রা-চক্রধরপুর এক্সপ্রেস।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

নির্বাচনের-আগে-বিজেপি-প্রচারে-কন্নড়ের-বিখ্যাত-তারকা!- Read Next

নির্বাচনের আগে বিজেপি প...