অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে
অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের সতর্কতা। কয়েকটি জেলায় রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর এমনটাই।
এই মুহূর্তে গোরক্ষপুর দ্বারভাঙা থেকে বালুঘাট হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমী অক্ষরেখা। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বিহার এবং উত্তরপ্রদেশের উপর। বিহারের ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত। আর এর জন্যই মূলত দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টি।
শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি এবং শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৭৩ শতাংশ।
এছাড়াও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। রবিবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা।