বাতাসে থাকতে পারে হালকা ঠান্ডার আমেজ
এ বার ধীরে ধীরে আবহাওয়া ঠান্ডা হচ্ছে। শীতের দিকে এগোচ্ছে বাংলা। যদিও হাওয়া অফিস থেকে এখনই শীত নিয়ে কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। তারা জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকবে। বাতাসে থাকতে পারে হালকা ঠান্ডার আমেজ।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, শনিবারের চেয়ে তাপমাত্রা দুই ডিগ্রি কমেছে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
ঠান্ডার আমেজ থাকলেও এখনই তা স্থায়ী হচ্ছে না। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে। তবে কিছু দিন পর আবার তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাই শীত কবে পড়বে, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
কিছু দিন আগে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। তা ঘূর্ণিঝড়ের রূপ নেয় এবং গভীর নিম্নচাপ হিসাবে বাংলাদেশে প্রবেশ করে শক্তিক্ষয় করে। নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নিয়েছে। তাই আপাতত বাংলার আবহাওয়া শুকনো।