পুরুলিয়া-সহ কিছু জেলায় ভারী বৃষ্টি হবে
বঙ্গোপসাগরের উপর থেকে অতি গভীর নিম্নচাপ সরে গিয়েছে। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থান করছে সেই নিম্নচাপ। ফলে সে দিকের জেলাগুলিতেই আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অতি গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে সরে এই মুহূর্তে রাঁচী থেকে ১০০ কিলোমিটার পূর্বে পুরুলিয়ার উপর অবস্থান করছে। ক্রমে এটি পশ্চিম এবং উত্তর-পশ্চিমে এগোবে। ঝাড়খণ্ডের উপর দিয়ে যেতে যেতে আগামী ১২ ঘণ্টায় এই নিম্নচাপ আরও শক্তিক্ষয় করবে। এর ফলে পুরুলিয়ার বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের বাকি অংশে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি রাখছে হাওয়া অফিস। তবে আলিপুরের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে বৃষ্টি পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। অর্থাৎ, বৃষ্টির দাপট কমবে। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার পরিবর্তন না হলেও তার পর থেকে ধীরে ধীরে আবার দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
নিম্নচাপ যে হেতু এখনও পশ্চিমবঙ্গের উপরেই অবস্থান করছে, তাই এ রাজ্যের মৎস্যজীবীদের উপর থেকে নিষেধাজ্ঞা এখনই তুলে নেওয়া হচ্ছে না। উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।