You will be redirected to an external website

Rain Alert: কলকাতায় বাড়ল দুর্যোগ! ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে

Rain-Alert:-কলকাতায়-বাড়ল-দুর্যোগ!-৪৮-ঘণ্টায়-বজ্রবিদ্যুৎসহ-বৃষ্টির-সম্ভাবনা-বেশি-থাকবে

৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে

দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টি। সাত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ওপরের জেলায় ভারী বৃষ্টি চলবে। সোম ও মঙ্গলবার অতিভারী বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রা কমবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। আজ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।বিহার ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। মৌসুমী অক্ষরেখা অবস্থান বদল করছে। আগামী তিন দিনে মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ ধীরে ধীরে উত্তর দিকে এগোবে। হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করবে মৌসুমী অক্ষরেখা।ইতিমধ্যেই অনেকটা উত্তরে সরে গোরক্ষপুর, মোজাফফরপুর, মালদহের ওপর দিয়ে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা।

দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা। কোথাও আংশিক মেঘলা আকাশ। প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কয়েক জেলায়। সমুদ্র উত্তল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।

সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা নদীয়া মুর্শিদাবাদ ও বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায়। বুধবারেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।উত্তরবঙ্গের উপরের দিকের জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদহ ও দুই দিনাজপুরে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-রাতভরই-বিক্ষিপ্ত-বৃষ্টি-হয়েছে-কলকাতা-সহ-শহরতলিতে,-আজ-দিনভর-ভাসতে-চলেছে-দক্ষিণবঙ্গ Read Next

Weather: রাতভরই বিক্ষিপ্ত বৃষ...