You will be redirected to an external website

নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,২০ মিনিট ধরে বৈঠক চলে

নরেন্দ্র-মোদীর-সঙ্গে-সাক্ষাৎ-করেন-মুখ্যমন্ত্রী-মমতা-বন্দ্যোপাধ্যায়,২০-মিনিট-ধরে-বৈঠক-চলে

এদিন প্রায় ২০ মিনিট ধরে বৈঠক চলে তাঁদের

বকেয়া টাকার দাবি জানাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  লোকসভা নির্বাচনের আগে যখন শাসক-বিরোধী তরজা তুঙ্গে, তখন এই সাক্ষাতে নজর ছিল রাজনৈতিক মহলের। তবে সূত্রের খবর, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে মমতার সঙ্গে কুশল বিনিময় করতে ভোলেননি মোদী। মুখ্যমন্ত্রীর শরীর-স্বাস্থ্যের খবরও নিয়েছেন তিনি। বুধবার সকালে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে হাজির ছিলেন মমতা। 

এদিন বৈঠকে মুখোমুখি দেখা হওয়ার পরই মোদা প্রশ্ন করেন, “দিদি, পা কেমন আছে?” এরপর বেশ কিছুক্ষণ চলে বৈঠক। বৈঠকে কাজের কথা শেষ হওয়ার পর সংসদে নিজের দফতর মুখ্যমন্ত্রীকে ঘুরে দেখান মোদী। সাক্ষাৎ সেরে বেরনোর সময় মোদীকেও সুস্থ থাকার কথা বলে আসেন মমতা। সূত্রের খবর এদিন বেরনোর সময় মমতা মোদীকে বলেন, “আপনি সুস্থ থাকুন, ভাল থাকুন।”

দিন কয়েক আগে পায়ের সমস্যায় ভুগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরে বাড়িতেই থাকতে হয়েছিল তাঁকে। চিকিৎসার পর আপাতত সুস্থ তিনি। এদিন তাই তাঁর পায়ের অবস্থার খোঁজ নেন মোদী।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Kolkata-Metro:-পরীক্ষার্থীদের-জন্য-সুখবর,-রবিবার-অতিরিক্ত-মেট্রো-পরিষেবার-ঘোষণা Read Next

Kolkata Metro: পরীক্ষার্থীদের জন...