You will be redirected to an external website

মঙ্গলবার সকাল ৮টা থেকে গণনা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই চলবে কাউন্টিং

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখেই এই গণনা চলবে

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখেই এই গণনা চলবে। শুরু হবে সকাল ৮টা থেকে। প্রথমে গণনা হবে ইডি  ভোটের। এরপর একে একে গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ব্যালট গণনা হবে। গোটা রাজ্যে মোট ৩৩৯টি জায়গায় গণনা হবে। সবচেয়ে বেশি গণনা কেন্দ্র থাকছে দক্ষিণ ২৪ পরগনায়। ২৮টি কেন্দ্রে চলবে ভোট গোনা। 

গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের গণনার সময় থাকবেন একজন কাউন্টিং অফিসার এবং একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট। সঙ্গে থাকবেন প্রত্যেক প্রার্থী ও একজন করে কাউন্টিং এজেন্ট। স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কড়া নিরাপত্তার বেড়াজালে হবে গণনা। নিয়মমাফিক গণনাকেন্দ্রের বাইরে থাকবে ১৪৪ ধারা। ত্রিস্তরীয় নিরাপত্তার বলয়ে চলবে গণনা।

শনিবার রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন হয়েছে। প্রাণহানি,রক্তপাত, বোমাবাজি, সংঘর্ষে তপ্ত বাংলা। ভোটের দিন রাজ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। ভোট মেটার পরও রাজ্যের বিভিন্ন জেলায় অশান্তির খবর পাওয়া গিয়েছে। ব্যালট বাক্স লুট, তাতে জল ঢেলে দেওয়ার মতো ঘটনাও প্রকাশ্যে এসেছে। আবার কোথাও ব্যালট বাক্সে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। 

সোমবার রাজ্যের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন রয়েছে। ওই বুথগুলির গণনাও মঙ্গলবার করা হবে। ভোট ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পঞ্চায়েত ভোটের পরের দিনই রবিবার দিল্লি গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Partha-Chatterjee:-পঞ্চায়েতে-গণনা--চলছে,-কী-বার্তা-দিলেন-একদা-তৃণমূল-মহাসচিব-পার্থ? Read Next

Partha Chatterjee: পঞ্চায়েতে গণনা চ...