You will be redirected to an external website

অনুব্রত ছাড়া এই প্রথম ভোট বীরভূমে! বেশি সময় দিতে হবে', শতাব্দীকে নির্দেশ মমতার

অনুব্রত-ছাড়া-এই-প্রথম-ভোট-বীরভূমে!-বেশি-সময়-দিতে-হবে',-শতাব্দীকে-নির্দেশ-মমতার

অনুব্রত মণ্ডল ছাড়া এই প্রথম ভোট বীরভূমে!

বীরভূমে! বীরভূমে বিজেপি-র সংগঠনও ভাল! বলা বাহুল্য, বীরভূমে এতদিন তৃণমূলের দুর্গ আগলে রাখা অনুব্রতর অনুপস্থিতি ভাবাচ্ছে জোড়াফুল শিবিরকে। 

অনুব্রত মণ্ডল ছাড়া এই প্রথম ভোট বীরভূমে! বীরভূমে বিজেপি-র সংগঠনও ভাল! বলা বাহুল্য, বীরভূমে এতদিন তৃণমূলের দুর্গ আগলে রাখা অনুব্রতর অনুপস্থিতি ভাবাচ্ছে জোড়াফুল শিবিরকে। বীরভূমের ভোট তৃণমূলের কাছে বড় পরীক্ষা! এদিনের বৈঠকে বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, ‘বীরভূমে বেশি সময় দিতে হবে’!

কেষ্টহীন বীরভূমে এই মূহূর্তে তৃণমূলের ৯ সদস্যের কোর কমিটি রয়েছে। বীরভূমে সংগঠন দেখার দায়িত্ব নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোর কমিটি ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাঝে রয়েছেন তিন নেতা। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁদের কাজ কোর কমিটিকে সাহায্য করা এবং সমন্বয় সাধন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

ছত্তীসগঢ়ে বাণিজ্যিক কম...