You will be redirected to an external website

Weather: বঙ্গোপসাগরে চোখরাঙানি নিম্নচাপের, ফের তৈরি পশ্চিমী ঝঞ্ঝা

Weather:-বঙ্গোপসাগরে-চোখরাঙানি-নিম্নচাপের,-ফের-তৈরি-পশ্চিমী-ঝঞ্ঝা

বঙ্গোপসাগরে চোখরাঙানি নিম্নচাপের

দেশের ওপর একাধিক সক্রিয় সাইক্লোনিক সার্কুলেশন সঙ্গে বাড়তি ধার যুক্ত হল নতুন পশ্চিমী ঝঞ্ঝাতে৷ সব মিলিয়ে আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিতে জীবন তুলকালাম হতে চলেছে৷গভীর নিম্নচাপ ক্ষেত্র খুব তাড়াতাড়ি নিম্নচাপে পরিণত হবে৷ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি এরপর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল বরাবর এগিয়ে আসবে৷এর পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই তৈরি হয়ে রয়েছে বঙ্গোপসাগরের প্রায় একই জায়গা বরাবর৷ সেক্ষেত্রে আগামী ২-৩ দিনের মধ্যে একাধিক জায়গায় বৃষ্টির পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে৷

উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং রাজস্থানের ওপর বিস্তৃত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন৷ এটি নিম্ন ট্রপোস্ফিয়ার স্তর অবধি রয়েছে৷একাধিক এই প্রাকৃতিক কারণের জেরে দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে আবহাওয়া হবে উত্তাল৷আজ কলকাতা দিনের বিভিন্ন সময়ে বজ্র -বিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভাসবে৷ এর তবে ইতঃস্তত বিক্ষিপ্ত বৃষ্টি হবে৷ টানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই৷কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে ৮৫ শতাংশ৷ 

ক্ষিণবঙ্গের জেলাগুলি পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ইতঃস্তত বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে৷ কখনও কখনও বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিও হবে৷উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ আগের থেকে কমবে, বিভিন্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত৷ হিমালয় পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে৷এদিকে ভারতের বিভিন্ন প্রান্তে প্রবল বৃষ্টিপাতের অ্যালার্ট জারি রয়েছে৷ পশ্চিম ও উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যেও হবে ভারী বৃষ্টিপাত৷ মধ্য মহারাষ্ট্রে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

গভীর-রাত-পর্যন্ত-শুভেন্দু-সুকান্তর-সঙ্গে-বৈঠকে-অমিত-শাহ... Read Next

গভীর রাত পর্যন্ত শুভেন্...