You will be redirected to an external website

Panchayat Election : আজ কালীঘাটে তৃণমূলের বৈঠক, থাকবেন মমতা- অভিষেক

Panchayat-Election-:-আজ-কালীঘাটে-তৃণমূলের-বৈঠক,-থাকবেন-মমতা--অভিষেক

আজ শনিবার গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বৈঠক

কালীঘাটে আজ শনিবার বিকেল চারটের সময় হবে এই বৈঠক। গতকাল কাকদ্বীপে শেষ হয়েছে নবজোয়ার যাত্রা। গত পরশু শেষ হয়েছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়া। এই অবস্থায় আজ শনিবার গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বৈঠক। দলীয় সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে প্রচার, দলীয় কৌশল নিয়ে আলোচনা হবে আজকের বৈঠকে৷ একই সঙ্গে বার্তা দেওয়া হবে দলের কর্মীদের।

ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটের জন্য একাধিক নেতাকে বিশেষ দায়িত্ব দিয়ে জেলায় জেলায় পাঠানো হয়েছে৷ মনোনয়ন জমা দেওয়ার কাজ নজরে রাখার জন্য৷ পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ করানোর জন্য আগেই বার্তা দিয়েছে শাসক দল। যদিও একাধিক জায়গা থেকে মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে নানা অশান্তির খবর এসেছে৷

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় একসঙ্গে কাকদ্বীপে রাজনৈতিক সমাবেশে হাজির ছিলেন৷ আগামী ২৪ বা ২৫ তারিখ থেকে পঞ্চায়েত ভোটের প্রচারে সভা করতে পারেন অভিষেক বন্দোপাধ্যায়। এরই মধ্যে দলের পঞ্চায়েত রণকৌশল নিয়ে বৈঠক করতে চলেছেন শাসক দলের নেতারা।পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বঞ্চনাকে ইস্যু করে যে ভোটে যাবে তৃণমূল কংগ্রেস, তা একপ্রকার স্পষ্ট। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Monsoo:-কলকাতার-আকাশে-জমবে-মেঘ!-শহর-শহরতলিতে-বর্ষার-বৃষ্টি-শুরু-কবে?- Read Next

Monsoo: কলকাতার আকাশে জমবে মে...