You will be redirected to an external website

Neeraj Chopra: এবার ডায়মন্ড লিগে রুপো জিতলেন নীরজ চোপড়া

Neeraj-Chopra:-এবার-ডায়মন্ড-লিগে-রুপো-জিতলেন-নীরজ-চোপড়া

এবার ডায়মন্ড লিগে রুপো জিতলেন নীরজ চোপড়া

জ্যাভলিন থ্রোয়ে গতবার ডায়মন্ড লিগে সোনা জিতেছিলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। সদ্য সমাপ্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপেও গোল্ড জিতে ইতিহাস তৈরি করেছিলেন এই অলিম্পিক গোল্ড মেডেলিস্ট। ২০২২-এরপর ২০২৩-এ ডায়মন্ড লিগে ফের সোনা জিতবেন নীরজ, এমনটাই প্রত্যাশা করেছিল দেশবাসী। কিন্তু এবার আর তা হল না। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল সোনার ছেলেকে।

অলিম্পিকের পর থেকেই কেরিয়ারের সেরা ছন্দে রয়েছেন নীরজ চোপড়া। যেখানেই হাত দিয়েছেন সেখানেই সোনা ফলিয়েছিলেন। এবারের ডায়মন্ড লিগের ফাইনালে তৃতীয় স্থানাধিকারী হিসেবে যোগ্যতা অর্জন করেছিলেন নীরজ। কিন্তু এবার প্রত্যাশা পূরণ করতে পারলেন না নীরজ।

এদিন নীরজের শুরুটাই ভাল হয়নি। ভারতী। তারকার প্রথম থ্রো বিফলে যায়। দ্বিতীয় থ্রো-তে নীর ৮৩.৮০ মিটার জ্যাভেলিন ছোড়েন। তৃতীয় থ্রোতে ৮১.৩৭, চতুর্থ থ্রো ফাউল, পঞ্চম ও ষষ্ঠ থ্রোতে যথাক্রমে ৮০.৭৪ ও ৮০.৯০ মিটারের বেশি জ্যাভেলিন ছুড়তে পারেননি নীরজ চোপড়া। অপরদিকে ইয়াকুব ভাদলেই প্রথম থ্রোতে ৮৪.০১ আবার শেষ থ্রো-তে তা ছাপিয়ে গিয়ে ৮৪.২৪ মিটার দূরত্বে জ্যাভেলিন ছোড়েন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Humayun-Bhat:-শেষ-ভিডিয়ো-কলে-একরত্তিকে-দেখার-আকুতি-ডিএসপি-হুমায়ুনের-গলায় Read Next

Humayun Bhat: শেষ ভিডিয়ো কলে একরত...