You will be redirected to an external website

রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে জয়শঙ্করের মুখে ‘ভারত’, বক্তৃতায় এল ‘জি২০-র সাফল্য

রাষ্ট্রপুঞ্জের-অধিবেশনে-জয়শঙ্করের-মুখে-‘ভারত’,-বক্তৃতায়-এল-‘জি২০-র-সাফল্য

জয়শঙ্করের মুখে ‘ভারত’, বক্তৃতায় এল ‘জি২০-র সাফল্য

এ বার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ‘ইন্ডিয়া’র বদলে ‘ভারত’। সৌজন্যে নরেন্দ্র মোদী সরকারের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার ৭৮তম সাধারণ সভায় বক্তৃতার গোড়াতেই রাষ্ট্রনেতাদের উদ্দেশে তিনি বললেন, ‘‘ভারতের নমস্কার গ্রহণ করুন।’’

বক্তৃতায় রাষ্ট্রপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলির কাছে সন্ত্রাস এবং উগ্রপন্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপের আবেদন জানিয়ে খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের প্রতি কানাডা সরকারের ‘নরম নীতি’কে নিশানা করেন জয়শঙ্কর। তারই পাশাপাশি মোদীর সভাপতিত্বে নয়াদিল্লিতে সদ্যসমাপ্ত জি২০-র ‘সাফল্যের’ কথা তুলে ধরলেন তিনি। 

দীর্ঘদিন ধরেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকার শিখ উগ্রপন্থী সংগঠনগুলির বিরুদ্ধে নরম মনোভাব নিয়ে চলছে বলে ভারতের অভিযোগ। গত সপ্তাহে ট্রুডো সে দেশের পার্লামেন্টের বক্তৃতায় ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর বিরুদ্ধে কানাডা়র মাটিতে খলিস্তানপন্থী নেতা হরদীপ সিংহ নিজ্জরকে খুনের জন্য দায়ী করেন। ঘটনাচক্রে, ট্রুডোর ওই বিবৃতির পরেই কানাডার এক ভারতীয় এক কূটনীতিককে ‘র’-এর অফিসার বলে চিহ্নিত করে বহিষ্কার করা হয়। পাল্টা কানাডার এক কূটনীতকে বহিষ্কার করে ভারত। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ব্যাঙ্কের-লকারে-রাখা-১৮-লক্ষ-টাকা-খেল-উইপোকা,মাথায়-হাত-প্রৌঢ়ার Read Next

ব্যাঙ্কের লকারে রাখা ১৮ ...