এবার ‘বাংলার নববর্ষ’ উৎসব পালন করবেন রাজ্যপাল
‘বড়লাটের বাড়ি’ কেমন, তার আনাচ কানাচ ঘুরে দেখবে আমজনতা। গোটা বিষয়ের নাম দেওয়া হচ্ছে, জন-রাজভবন। ইতিমধ্যেই নববর্ষ পালনের জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অনুষ্ঠানের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।
সূত্রের খবর, রাজভবনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে তা এখনও চূড়ান্ত নয়। ওইদিন বাংলার সংস্কৃতির বিভিন্ন দিক তুলে আনা হবে রাজভবনে। বাংলা ভাষার উপর আলোচনা হবে। পয়লা বৈশাখ বিকেলে রাজভবনেই হবে এই অনুষ্ঠান। সরস্বতী পুজোয় বাংলা ভাষা শেখার জন্য হাতেখড়ি দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এবার রাজভবনে ‘বাংলার নববর্ষ’ পালিত হতে চলেছে।
তবে রাজভবনে পয়লা বৈশাখ উদযাপন প্রশ্নে প্রকারান্তরে রাজভবনের উদ্দেশে সতর্কবার্তাও দিয়েছে তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, ‘‘এরকম অনুষ্ঠান রাজভবনে আগেও হয়েছে। এখন জনরাজভবন হচ্ছে বলে কি আগে বন-রাজভবন হয়েছে! ভাল অনুষ্ঠান হলে তো ভালই। উনি বেশি জনসংযোগ করতে চাইলে করবেন। সাংবিধানিক রীতির মধ্যে যদি সেটা থাকে অসুবিধা কিছু নেই। তবে জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে যদি কিছু হয়, তা হলে তৃণমূল নিশ্চয়ই প্রতিক্রিয়া দেবে।’’