এ বার আগুন যাত্রী-সহ চলন্ত বাসে
কখনও হাওড়া সেতুর উপরে ব্যস্ত সময়ে চলন্ত গাড়িতে আগুন ধরে যাচ্ছে। কখনও আগুন ধরছে ভিআইপি রোড ধরে যাওয়া বিয়েবাড়ির গাড়িতে। দিন সাতেক আগে চাঁদনি চক এলাকায় দাঁড়িয়ে থাকা গাড়িতে এমন ভাবে আগুন লাগে, যার জেরে পুড়ে যায় আশপাশে দাঁড়ানো বেশ কয়েকটি গাড়িও। বৃহস্পতিবার একই ভাবে আগুন লেগেছে একটি যাত্রিবোঝাই চলন্ত বাসে! তাতে কোনও মতে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
এ দিন কলকাতা ট্রাম কোম্পানির একটি চলন্ত বাসে আগুন লাগে। সি-৭ রুটের ওই বাসটি গার্ডেনরিচের হরিমোহন ঘোষ কলেজ থেকে রামনগর, সেন্ট্রাল গার্ডেনরিচ রোড হয়ে হাওড়া যায়। বাস সংস্থার তরফে মনে করা হচ্ছে, প্রবল গরমেই সেটিতে আগুন ধরে গিয়েছিল। ওই বাসের কন্ডাক্টর জিতেন্দ্রকুমার সিংহের দাবি, সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ হেস্টিংস মোড়ের কাছে পৌঁছতেই হঠাৎ বাস থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তে ইঞ্জিনের দিক থেকে আগুন বেরোতে শুরু করে। তাঁর কথায়, ‘‘তখন বাসের মধ্যে ৩০ জনেরও বেশি যাত্রী ছিলেন। বেশ কিছু বাচ্চাও ছিল। ধোঁয়ায় এমন দমবন্ধ পরিস্থিতি হয় যে, সকলে কাশতে শুরু করেন। কোনও মতে তাঁদের নামিয়ে এনে বাসটা ফাঁকা করা গিয়েছে।’’ এর পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের দাবি, এই ঘটনায় কেউ আহত হননি। কাউকে হাসপাতালে নিয়ে যাওয়ারও প্রয়োজন পড়েনি।
উত্তর কলকাতার একটি গাড়ি বিপণির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সৌরভ গুহ বললেন, ‘‘নিয়মিত সার্ভিসিং করানো অত্যন্ত জরুরি। কুলেন্ট, ইঞ্জিন অয়েলের মাত্রা ঠিক আছে কি না, নিয়মিত দেখা দরকার। বহু ক্ষেত্রেই গাড়ির কোনও তার ছেঁড়া থাকতে পারে। সেটা যাতে নজর এড়িয়ে গিয়ে গরমে আগুন ধরে যাওয়ার মতো ঘটনা না ঘটাতে পারে, সে দিকে নজর দিতে হবে।’’ নিউ টাউনের আর একটি গাড়ি বিপণি সংস্থার কর্মী তমাল বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘অতিরিক্ত গরমে সরাসরি ইঞ্জিনে আগুন লেগে যাবে, ব্যাপারটা এমন নয়। তবে, ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে গেলে ইঞ্জিন অয়েল, ট্রান্সমিশন ফ্লুইড লিক করে ইঞ্জিনের আশপাশে থাকা প্লাস্টিকের সংস্পর্শে এলে আগুন ধরার আশঙ্কা রয়েছে।