এ বার চাকরি বাতিল করল খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদ
নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝেই এ বার চাকরি বাতিল করল খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের আমলে নিয়োগ হওয়া শিক্ষকদের চাকরি বাতিল করল এ বার প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৪-এর টেট এবং ২০১৬-এর নিয়োগ হওয়া এই শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশিকা গতকাল রাতেই চিঠি দিয়ে জানানো হল বিভিন্ন জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের।
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে আসে এই শিক্ষকরা টেট ছাড়াই শিক্ষকতার কাজ করছিলেন। পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশে সিবিআইকে গোটা বিষয়টি দেখতে বলা হয়। এর পর প্রাথমিক শিক্ষা পর্ষদ ওই চাকরিপ্রার্থীদের ডেকে পাঠিয়ে তদন্ত শুরু করে।
ইতিমধ্যেই একাধিক ডিপিএসসি চেয়ারম্যান এই চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেছেন। গতকাল অনেক রাতে এই চিঠি পাঠানোর জেরে সোমবার থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে বলেই দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকদের।”হাইকোর্টের নির্দেশেই এই পদক্ষেপ।”দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদের।