বিদেশে সস্ত্রীক অভিষেক, চিকিৎসার জন্যই এই সফর
অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার কলকাতা থেকে বিদেশে গিয়েছেন বলে অভিবাসন সূত্রে খবর। কলকাতা থেকে এ দিন এমিরেটস-এর উড়ানে তিনি সস্ত্রীক দুবাই গিয়েছেন বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে। চিকিৎসার কারণেই তাঁর এই বিদেশ ভ্রমণ বলে দলীয় সূত্রে খবর। সেই সূত্রের দাবি, আমেরিকার বাল্টিমোরে চোখের চিকিৎসার কারণেই তাঁর এই বিদেশ ভ্রমণ। দশ দিনের মধ্যেই তাঁর দেশে ফেরার কথা। উল্লেখ্যে, কলকাতা হাই কোর্টে বুধবারেই অভিষেকের মামলা উঠেছিল। সেই মামলার শুনানি সোমবার হওয়ার কথা।
সোমবার অভিষেকের বিদেশ ভ্রমণের প্রসঙ্গ সুপ্রিম কোর্টে উঠলে ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, যদি কোনও অভিযুক্তের বিদেশে গা ঢাকা দেওয়ার আশঙ্কা না থাকে, তা হলে দেশের নাগরিকদের বিদেশে যাওয়ার অধিকার রয়েছে। বিশেষত চিকিৎসাজনিত কারণে।
নিয়োগ দুর্নীতি মামলায় ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। বিকাল সাড়ে চারটের সময়ে এই মামলার শুনানি রয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। তার আগেই দুপুরে একটি আবেদন করেছেন অভিষেক। তাঁর বক্তব্য এ মাসের ১৫ তারিখে তিনি ইডিকে মেইল করে জানিয়েছিলেন, বিদেশে চিকিৎসার বিষয় রয়েছে। ৮ অগাস্ট অ্যাপয়েন্টমেন্ট রয়েছে।