প্রকাশিত রাজ্য জয়েন্টের ফলাফল. ছবি- আনন্দবাজার
প্রকাশিত হল এ বছরের পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। মেধাতালিকার প্রথম দশে অধিকাংশই সিবিএসই বোর্ডের ছাত্রছাত্রী। তালিকা অনুযায়ী, প্রথম ১০ স্থানাধিকারীর মধ্যে ৬ জনই সিবিএসই-র ,৩ জন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এবং একজন আইসিএসই বোর্ডের। প্রথম হয়েছে মহম্মদ সাহিল আখতার। দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্কের ছাত্র সে। দ্বিতীয় সোহাম দাসও একই স্কুলের ছাত্র। তৃতীয় সারা মুখোপাধ্যায় বাঁকুড়ার ছাত্রী। রাজ্য জয়েন্টে এত ভাল ফল করে জঙ্গলমহলের নাম উজ্জ্বল করল সারা।
মেধাতালিকায় কলকাতা থেকে দু’জন স্থান পেলেও জেলা থেকেই পাঁচ জন জায়গা করে নিল তালিকায়। যার মধ্যে বাঁকুড়া থেকে দু’জন, পশ্চিম মেদিনীপুর থেকে একজন, পশ্চিম বর্ধমান থেকে একজন ও পূর্ব বর্ধমান থেকে একজন।
রাজ্য জয়েন্টে তৃতীয় সারা মুখোপাধ্যায় বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী। তার বাবা ব্যবসায়ী, মা স্বাস্থ্যদপ্তরের কর্মী। সারার ইচ্ছে, ভবিষ্যতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে পড়াশোনা করার। জয়েন্ট অষ্টম স্থানাধিকারীও বাঁকুড়ার ছাত্র। বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র সাগ্নিক নন্দীর পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্টের মেধাতালিকায় রয়েছে অষ্টমে। এই দুই ছাত্রছাত্রীর কৃতিত্বে গর্বিত জঙ্গলমহল। ফলাফল অনুযায়ী, রাজ্য জয়েন্টে সাফল্যের নিরিখে WBCHSE’র পড়ুয়ারাই সবচেয়ে এগিয়ে। মেধাতালিকায় প্রায় ৫৩ শতাংশ পড়ুয়া এই বোর্ডের। মেধাতালিকায় প্রায় ২৯ শতাংশ সফল পড়ুয়া সিবিএসই বোর্ডের।