You will be redirected to an external website

Earthquake: আধঘণ্টায় পরপর তিনটি ভূমিকম্প,আতঙ্কে ঘুম ভাঙল জয়পুরের

Earthquake:-আধঘণ্টায়-পরপর-তিনটি-ভূমিকম্প,আতঙ্কে-ঘুম-ভাঙল-জয়পুরের

আধঘণ্টায় পরপর তিনটি ভূমিকম্প

আধ ঘণ্টার ব্যবধানে পর পর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠল জয়পুর। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটি ঘটে ভোর ৪টে বেজে ২৫ মিনিটে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৩.৪। তারা আরও জানিয়েছে, ভুমিকম্পটি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এর আগে ভোর ৪.২২ মিনিটে ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে একটি ৩.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় ভোর ৪টে বেজে ৯ মিনিটে, মাটির নীচে ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৪। ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জোরালো কম্পন টের পাওয়া গিয়েছে রাজধানী জয়পুর-সহ রাজ্যের অন্যান্য জেলায়। জয়পুরে কম্পন এতটাই শক্তিশালী ছিল যে বহু সকলের ঘুম ভেঙে যায়। ভোররাতেই আতঙ্কে লোকজন বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। একে অপরকে ফোন করে কুশল জিজ্ঞেস করতে দেখা যায় তাঁদের। অনেকে রাস্তায় বসে হনুমান চালিসা পাঠ করা শুরু করে দেন। 

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল আরাবল্লী পাহাড়। তবে ঠিক কী কারণে এই ভূমিকম্প হল, তা এখনও অজানা। বস্তুত, গত কয়েক মাস ধরেই রাজস্থানে ছোট থেকে মাঝারি মাত্রার একের পর এক ভূমিকম্প হয়ে চলেছে। এর আগে ২৪ জানুয়ারি এবং ২১ মার্চ জয়পুর এবং রাজস্থানের অন্যান্য জেলাগুলিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই সময়ও ভয়ে লোকজন ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন। সম্প্রতি সিকর জেলাতেও ভূমিকম্পকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছিল। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

সনিয়ার-স্বাস্থ্যের-খোঁজ-নিলেন-মোদী,-কথা-বলতে-দেখা-গেল-সনিয়া-গান্ধী-এবং-নরেন্দ্র-মোদীকে Read Next

সনিয়ার স্বাস্থ্যের খোঁজ...