You will be redirected to an external website

INDIA: মধ্যপ্রদেশে নির্ধারিত ‘ইন্ডিয়া’ জোটের প্রথম জনসভা বাতিল

INDIA:-মধ্যপ্রদেশে-নির্ধারিত-‘ইন্ডিয়া’-জোটের-প্রথম-জনসভা-বাতিল

‘ইন্ডিয়া’ জোটের তিনটি বৈঠক ইতিমধ্যে সম্পন্ন হয়েছে

‘ইন্ডিয়া’ জোটের তিনটি বৈঠক ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সম্প্রতি দিল্লিতে জোটের কো-অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠকও হয়েছে। কিন্তু, বাতিল হয়ে গেল জোটের প্রথম জনসভা। এটাই ছিল মধ্যপ্রদেশে ও ইন্ডিয়া জোটের প্রথম জনসভা। শনিবার এই জনসভা বাতিলের কথা ঘোষণা করেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেসের প্রধান কমল নাথ। 

গত বুধবারে দিল্লিতে এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরেই মধ্যপ্রদেশে নির্ধারিত ‘ইন্ডিয়া’ জোটের প্রথম জনসভা বাতিল করার কথা ঘোষণা করলেন কমল নাথ। তিনি জানান, ইন্ডিয়া জোটে দু-ডজনের বেশি দল রয়েছে। তাদের মধ্যে অনেকের অসুবিধা রয়েছে।

প্রসঙ্গত, সামনেই মধ্যপ্রদেশে নির্বাচন। তাই নির্বাচনের আগে বিরোধী শিবিরে শান দিতেই মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ‘ইন্ডিয়া’ জোটের জনসভা করার কথা ছিল। এটাই ছিল মধ্যপ্রদেশে বিরোধী জোটের প্রথম জনসভা। অক্টোবরের প্রথম সপ্তাহেই এই জনসভা করার কথা ঘোষণা করেছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল। তিনি বলেছিলেন, আসন- রফা নিয়েও যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত গৃহীত হবে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Neeraj-Chopra:-এবার-ডায়মন্ড-লিগে-রুপো-জিতলেন-নীরজ-চোপড়া Read Next

Neeraj Chopra: এবার ডায়মন্ড লিগে ...