You will be redirected to an external website

Earthquake: ৩০ মিনিটে তিনটি জোরালো ভূমিকম্প, আফগানিস্তানে মৃত ২০০০

Earthquake:-৩০-মিনিটে-তিনটি-জোরালো-ভূমিকম্প,-আফগানিস্তানে-মৃত-২০০০

আধঘণ্টার মধ্যে পর পর তিনটি জোরালো ভূমিকম্প

আধঘণ্টার মধ্যে পর পর তিনটি জোরালো ভূমিকম্প। আর তাতেই পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে আফগানিস্থানের ১২টি গ্রাম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। 

স্থানীয় সময় শনিবার দুপুর ১২টা ১১ মিনিটে প্রথম কম্পন হয় পশ্চিম আফগানিস্তানের হেরাটে। কম্পনের তীব্রতা ছিল ৬.১। তার পর দ্বিতীয় কম্পনটি হয় তার ঠিক ৮ মিনিট পর অর্থাৎ ১২টা ১৯ মিনিটে। এই কম্পনের তীব্রতা ছিল ৫.৬। তৃতীয় কম্পনটি ছিল আরও জোরালো। স্থানীয় সময় দুপুর ১২টা ৪২ মিনিটে আবারও কাঁপে আফগানিস্তান।

ভূমিকম্পের পর পরই পাজহোক আফগান নিউজ়-কে হেরাট প্রশাসন জানিয়েছিল, ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৬০০ জনেরও বেশি। কিন্তু রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, এখনও পর্যন্ত ৩২০ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে আফগান সরকারের এক মুখপাত্র বিলাল করিমি জানিয়েছেন, ২০০০ হাজার মানুষের মৃত্যু হয়েছে এই কম্পনে।আরও কয়েকশো মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অন্য দিকে, হেরাট প্রশাসন জানিয়েছে, এই ভূমিকম্পের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জ়িন্দা জান এবং ঘোরিয়াঁ জেলায়। এই দুই জেলার মোট ১২টি গ্রাম পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-আগামী-তিন-চার-দিন-শুষ্ক-আবহাওয়া-দক্ষিণবঙ্গে,বর্ষা-বিদায়-পর্ব-শুরুর-অনুকূল-পরিস্থিতি Read Next

Weather: আগামী তিন চার দিন শুষ...