You will be redirected to an external website

Election 2024: জেলায় যাচ্ছে তিন হাজার পুলিশ, শহর নিরাপদ থাকবে তো?

Election-2024:-জেলায়-যাচ্ছে-তিন-হাজার-পুলিশ,-শহর-নিরাপদ-থাকবে-তো?

জেলায় যাচ্ছে তিন হাজার পুলিশ

এ বার জেলার ভোট সামলাতে তিন হাজার পুলিশকর্মীকে সেখানে পাঠাচ্ছে কলকাতা পুলিশ। কলকাতায় ভোট গ্রহণের প্রায় তিন সপ্তাহ আগে এত সংখ্যক পুলিশকর্মীকে জেলায় পাঠিয়ে দেওয়ায় শহরে পুলিশের কাজকর্ম কী ভাবে চলবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, প্রথম দফার ভোট গ্রহণের আগে ঝাড়খণ্ডে গিয়েছিল বাহিনীর দুই কোম্পানি পুলিশ। অর্থাৎ, প্রায় ২০০ জন পুলিশকর্মী। এ বার চতুর্থ দফার ভোট গ্রহণের আগে আরও তিন হাজার পুলিশকর্মীকে পাঠানো হচ্ছে বিভিন্ন জেলায়। ইতিমধ্যেই যার তোড়জোড় শুরু হয়েছে লালবাজারে। বাহিনীর ওই পুলিশকর্মীরা কবে আবার ভোট সামলে শহরে ফিরবেন, তা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না পুলিশকর্তারা। আপাতত ভাবা হয়েছে, ওই তিন হাজার পুলিশকর্মীর অধিকাংশকেই পাঠানো হবে ব্যাটালিয়ন থেকে।

চতুর্থ দফার ভোট গ্রহণ আগামী ১৩ মে। বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এবং বীরভূমের দু’টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ওই সমস্ত জেলাতেই কলকাতা পুলিশের এই বাহিনীকে পাঠানো হবে বলে মনে করা হচ্ছে। পঞ্চম দফায়, অর্থাৎ ২০ মে রাজ্যের সাতটি কেন্দ্রে ভোট রয়েছে। সেখানেও এই বাহিনীকে কাজে লাগানো হতে পারে বলে খবর। কলকাতা শহরে ভোট গ্রহণের বাকি রয়েছে আর মাত্র তিন সপ্তাহ।

এ দিকে, ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই শহরে রাজনৈতিক ঝামেলার একাধিক ঘটনা ঘটেছে। বিরোধী দলের কর্মীদের মারধর করা হয়েছে বলেও একাধিক অভিযোগ উঠেছে। শহরে ভোট গ্রহণের দিন যত এগিয়ে আসছে, এই ধরনের ঘটনার সংখ্যাও বাড়ার আশঙ্কা করছে বিভিন্ন মহল। কলকাতা পুলিশে এমনিতেই কর্মী-সঙ্কট রয়েছে। তার মধ্যে ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা কলকাতা পুলিশের অধীনে আসায় চাপ কয়েক গুণ বেড়েছে। নতুন একটি ডিভিশন তৈরি করে ওই এলাকার আইন-শৃঙ্খলা সামলাচ্ছে লালবাজার। শহরের বিভিন্ন থানা এবং ট্র্যাফিক গার্ডের পাশাপাশি লালবাজারের গোয়েন্দা বিভাগ থেকেও পুলিশকর্মীদের ভাঙড়ে পাঠানো হয়েছে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Arvind-Kejriwal:-জামিনে-জেল-থেকে-বেরিয়েই-সরব-মুখ্যমন্ত্রী-কেজরীওয়াল Read Next

Arvind Kejriwal: জামিনে জেল থেকে বে...