আগামী দু ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা
আলিপুর জানাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলায় আগামী দু ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সংলগ্ন এলাকায়।পূর্বাভাস বলছে, খুব সামান্য হলেও বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে আরও তিন জেলা। বুধবার বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলাতেও।গরম বাড়লেও আগামিকাল বৃহস্পতিবারও সামান্য বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
শুক্রবার থেকে ভোলবদল হতে চলেছে বর্ষার। আলিপুর বলছে, এদিনই হাওয়া বদল দক্ষিণবঙ্গে। শনি থেকে মঙ্গল ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে।কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা স্বাভাবিকের ওপরে; বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকায় অস্বস্তি অনেকটাই বাড়বে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে।ভারতের বেশিরভাগ জায়গা থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। আগামী ৪৮ ঘন্টায় গরম ও অস্বস্তি করা আবহাওয়া থাকবে অন্ধ্রপ্রদেশের নাম এবং রয়েলসীমাতে।
আগামী কয়েক দিন অবস্থান বদলের সম্ভাবনা কম। মৌসুমী অক্ষরেখার পূবের অংশ শনিবার দক্ষিণবঙ্গের দিকে এগোবে।একটি ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায়। একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে তামিলনাড়ু হয়ে কোমোরিন এলাকা পর্যন্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে।আগামী কয়েক দিন ধরে উপরের দিকের জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। শনিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। পরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।