আগামী ৪৮ ঘণ্টায় বজ্রপাতের আশঙ্কাও থাকবে
ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,আগামী ২ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হুগলি, হাওড়া, নদিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায়।আলিপুর আবহাওয়া দফতর হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করল এই ৫ জেলায়।দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি, অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তিনদিন পর থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে বলে জানিয়ে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় বজ্রপাতের আশঙ্কাও থাকবে।
শনিবার দক্ষিণবঙ্গের উপরের দিকের চার-পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবারের পর তাপমাত্রা বাড়বে, আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে।
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। তাপমাত্রার হেরফেরে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্সকরা।