You will be redirected to an external website

Weather: পুজোর মাসের প্রথম রবিবার গোটা সন্ধ্যা চলবে ঝমঝমে বৃষ্টি

Weather:-পুজোর-মাসের-প্রথম-রবিবার-গোটা-সন্ধ্যা-চলবে-ঝমঝমে-বৃষ্টি

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে কলকাতা জুড়ে

পুজোর মাসের প্রথম রবিবার বলে কথা। তার উপর ঝলমলে রোদ উঠেছিল সকাল থেকে। নিউ মার্কেট, গড়িয়াহাট, হাতিবাগান চত্বরে উপচে পড়ছিল ভিড়। কিন্তু সন্ধ্যা নামতেই মুখ কালো হল হল আকাশের। সাড়ে পাঁচটা নাগাদ যখন পুজোর বাজার মাঝপথে, তখন ঝমঝমিয়ে নামল বৃষ্টি। তবে এখনই এই বৃষ্টি থামার তেমন সুযোগ নেই। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, রবিবার প্রায় গোটা সন্ধ্যে জুড়েই ধাপে ধাপে এমন বৃষ্টি নামে শহরের নানা প্রান্তে।

বিকেল পৌনে ছ’টা নাগাদ ওই বিবৃতি দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেখানেই তারা জানিয়েছে, আগামী দু’ঘণ্টা এমন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে কলকাতা জুড়ে। অর্থাৎ প্রায় রাত ৮টা পর্যন্ত এই বৃষ্টি বাদলা চলবে।

সবে নিম্নচাপের ধাক্কা কাটিয়ে উঠেছে বাংলা। হাওয়া অফিস এর আগে জানিয়েছিল, পুজোর সময় নিম্নচাপের আশঙ্কা কম। রবিবার থেকে নিম্নচাপের মেঘ কেটে শরতের আকাশের ঝলক দেখা যাবে। ফলে আশায় বুক বেঁধেছিলেন ব্যবসায়ীরা। পুজোর মাসের প্রথম রবিবার থেকই জমে কেনাকাটা। ফলে আশা ছিল, ব্যবসায় প্রভাব ফেলবে না নিম্নচাপ।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

রাজ্যের-ডেঙ্গি-পরিস্থিতি-ক্রমশ-উদ্বেগজনক-হচ্ছে,ডেঙ্গিতে-ফের-মৃত্যু-রাজ্যে Read Next

রাজ্যের ডেঙ্গি পরিস্থিত...