You will be redirected to an external website

Royal Bengal Tiger: বক্সাতে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার! সিললমোহর দিল কেন্দ্র সরকার

Royal-Bengal-Tiger:-বক্সাতে-রয়েছে-রয়্যাল-বেঙ্গল-টাইগার!-সিললমোহর-দিল-কেন্দ্র-সরকার

বক্সার জঙ্গলে সত‍্যি রয়েছে বাঘ

বক্সার জঙ্গলে সত‍্যি রয়েছে বাঘ। সিললমোহর দিল কেন্দ্র সরকার। রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্বের কথা স্বীকার করে নিল ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। বক্সায় আদতে বাঘ রয়েছে কিনা সেই বিষয়ে মানুষের মনে সন্দেহের দানা বেঁধে ছিল। এবারে বাঘ সুমারির রিপোর্ট পেশ করে বক্সাতে একটি রয়েল বেঙ্গল টাইগারের অস্তিত্বের কথা স্বীকার করে নিয়েছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি।

শনিবার উত্তরাখণ্ডের করবেট ন্যাশনাল পার্কে কেন্দ্রীয়ভাবে গোটা দেশের ব্যাঘ্র সুমারির রিপোর্ট প্রকাশ করে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। সেই রিপোর্ট প্রকাশের পরেই দেখা যায় বক্সায় একটি রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্বের কথা লিপিবদ্ধ আছে। উত্তরবঙ্গের জঙ্গলে মোট দুটি রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে ওই রিপোর্ট। তারই মধ্যে একটি রয়েছে, বক্সা ব্যাঘ্র প্রকল্পে।

এর আগে ২০১৮ সালে ব্যাঘ্র সুমারিতে বক্সার জঙ্গলে কোন বাঘের অস্তিত্ব স্বীকার করেনি ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। প্রসঙ্গত ২০২১ এর একুশে ডিসেম্বর বক্সায় রয়্যাল বেঙ্গলের অস্তিত্বের কথা জানিয়ে, বক্সার গভীর জঙ্গলে ট্রাপ ক্যামেরায় তোলা রয়্যাল বেঙ্গলের ছবি প্রকাশ করেছিল বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তা। এই প্রসঙ্গে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম ক্ষেত্র উপাধিকর্তা প্রবীণ কাসওয়ান বলেন, ” এটা আমাদের জন্য খুবই ভাল খবর, আশা করছি পরবর্তী ব্যাঘ্র সুমারিতে বাঘের সংখ্যা বাড়বে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Prime-Minister:-আঞ্চলিক-ভাষায়-শিক্ষাদানের-উপরে-জোর-দিলেন-প্রধানমন্ত্রী-নরেন্দ্র-মোদী Read Next

Prime Minister: আঞ্চলিক ভাষায় শিক...