You will be redirected to an external website

‘অসুস্থতার কারণ দেখিয়ে’ জামিনের জন্য আবেদন অনুব্রত মণ্ডল !

‘অসুস্থতার-কারণ-দেখিয়ে’--জামিনের-জন্য-আবেদন-অনুব্রত-মণ্ডল-!

তিহাড়ে অসুস্থ অনুব্রত ! সংগৃহীত ছবি

সুকন্যা মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ বাড়ানো হয়েছে ১২ জুলাই পর্যন্ত। আগামী ২৬ মে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সুকন্যা মণ্ডলের জামিন মামলার সওয়াল জবাব হতে পারে। এখন দেখার তিনি জামিন পান কিনা!

আপাতত তাঁর ঠিকানা তিহাড়। জামিনের জন্য আগেই আবেদন করেছিলেন সুকন্যা মণ্ডল। এবার ‘অসুস্থতার কারণ দেখিয়ে’ অনুব্রত মণ্ডল জামিনের জন্য আবেদন করলেন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। 

গোরু পাচার মামলায় সুকন্যা মণ্ডলের গ্রেফতারির পর কার্যত ভেঙে পড়েন অনুব্রত মণ্ডল। মেয়ের সঙ্গে সাক্ষাতে তিনি বলেন, "কেন এখানে এলি মা?" পাশাপাশি সুকন্যার যাতে জামিন হয় সেই জন্য পদক্ষেপ করার জন্যও আইনজীবীর কাছে আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, "হে ইশ্বর মেয়েটার যেন জামিন হয়ে যায়।

আসানসোল আদালতে ভার্চুয়ালি পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে। সেখানে তিনি রাইস মিল খুলে দেওয়ার জন্য আবেদন করেন বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে। বিচারকের কাছে কেষ্টর অনুরোধ ছিল, "রাইস মিলের অ্যাকাউন্টটি চালু করুন দয়া করে। ২০০ জন শ্রমিক বেতন পাচ্ছেন না।”

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

চোখ-কাড়লেও-লক্ষ্য-কাড়তে-পারেনি!৩-বছর-বয়সে-অ্যাসিড-হানায়-দৃষ্টি-হারিয়েও-সিবিএসই-পরীক্ষায়-দশম-- Read Next

চোখ কাড়লেও লক্ষ্য কাড়...