২১ লাখ টাকার বিস্কুট উদ্ধার! প্রতীকী ছবি
তিনটি সোনার বিস্কুটসহ এক চোরাকারবারীকে আটক করেছে মুর্শিদাবাদ জেলা সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্স ।বাজেয়াপ্ত সোনার ওজন ৩৪৯.৯১ গ্রাম। যার আনুমানিক মূল্য ২১ লাখ ৩৬ হাজার ২০০ টাকা।
শুক্রবার বিএসএফের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সীমান্ত চৌকি এট্রোসিয়ার কাছে সন্দেহজনক কার্যকলাপ দেখে এক কৃষককে থামানো হয়। সীমান্তের ওপারে মাঠে কাজ করে ফিরছিলেন তিনি। এরপর মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানোর সময় র বিপ শব্দ হলেই ওই কৃষক পালানোর চেষ্টা করে তাকে ঘিরে ফেলা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, লুঙ্গিতে তিনটি সোনার বিস্কুট লুকিয়ে রেখেছিলেন সে। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। তার নাম সফিকুল ইসলাম। সে মুর্শিদাবাদের বাসিন্দা ।
ধৃত সফিকুল ইসলাম জানান, প্রতিবেশী মিজারুল ইসলাম তাকে বাংলাদেশ থেকে তিনটি সোনার বিস্কুট আনতে বলে। তাঁর কথায়, সীমান্তের ওপার থেকে এক ব্যক্তি তাঁকে বিস্কুট দিয়েছিলেন, বিনিময়ে তিনি পেতেন মাত্র ৬০০ টাকা। এরপর তার প্রতিবেশীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আটক পাচারকারীকে সোনা সহ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য লালগোলা কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।