কুলটির বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে গরুপাচারে যুক্ত থাকার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস! সংগৃহীত ছবি
শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে বিজেপির দুই নেতার কথোপকথন ফাঁস করেন তৃণমূল মুখপাত্র সমীর চক্রবর্তী ।সিউড়ির সভায় এসে গরুপাচার নিয়ে তৃণমূলকে বিঁধেছিলেন অমিত শাহ। নাম না করে অনুব্রত মণ্ডলসম্পর্কে শাহ বলেছিলেন, যিনি গরুপাচার মামলায় জেল খাটছেন তাঁকে এখনও বীরভূমের সভাপতি করে রেখেছে তৃণমূল। এবার সরাসরি কুলটির বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে গরুপাচারে যুক্ত থাকার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস।
'চরিত্রহননের চেষ্টা', অভিযোগ বিজেপি বিধায়কের, তৃণমূল নেতা সমীর চক্রবর্তী অভিযোগ তুলে বলেছেন, ‘কুলটির বিজেপি মণ্ডল সভাপতি কাঞ্চন সিনহা ও বিজেপি নেতা বিভাস সিংয়ের কথোপকথন। অডিওয় অজয় পোদ্দার ও তাঁর ছেলে কেশবের কথা বলছেন বিজেপির মণ্ডল সভাপতি। গরুপাচার করে দিনে ৪ লক্ষ টাকা আয়, অডিওয় সব ফাঁস হয়ে গিয়েছে’। যদিও অভিযোগ অস্বীকার কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের। 'চরিত্রহননের চেষ্টা', অভিযোগ বিজেপি বিধায়কের।
তৃণমূলের দাবি, ওই অডিও ক্লিপটিতে যে দু’জনের গলা শোনা যাচ্ছে তাঁরা হচ্ছেন কুলটি বিধানসভায় বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি কাঞ্চন সিনহা ও দায়িত্বপ্রাপ্ত নেতা বিভাস সিং। তাঁদের সেই অডিওটিতে বলতে শোনা যাচ্ছে, গরুপাচারে যুক্ত রয়েছেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের ছেলে কেশব পোদ্দার। দিনে চার লাখ টাকার কারবার করছেন তিনি। ঘটনা হল, এই অডিও ক্লিপকে অসত্য বলে দাবি করেননি স্বয়ং বিভাস। আবার আসানসোলের বিজেপি সভাপতি দিলীপ দে বলেছেন, এই দু’টি কণ্ঠস্বর তাঁর চেনা।