আমদাবাদে মুখোমুখি দুই ভাই ! সংগৃহীত ছবি
দাদা আর ভাই নেতৃত্ব দেবেন দলকে। গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া আর লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেবেন ক্রনাল পান্ডিয়া। কোন ভাই আজ বাজিমাত করে সেটাই দেখার।
তবে গুজরাট টাইটান্স মাঝে মধ্যে খেই হারিয়ে ফেললেও এবার চ্যাম্পিয়নের মতই খেলছে। আগের ম্যাচেই দুর্বল দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছে। গত ম্য়াচে আবার রাজস্থান রয়্যালসকে লজ্জার হার উপহার দিয়েছে টাইটান্স।আজ ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামছে। আজ গুজরাটের বিরুদ্ধে কিন্তু দারুন চাপে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। কারণ আরসিবির বিরুদ্ধে গুরুতর চোট পেয়ে অধিনায়ক লোকেশ রাহুল এখন আইপিএলের বাইরে। লোকেশ রাহুলের পরিবর্ত হিসেবে অভিজ্ঞ ব্যাটার করুণ নায়ারকে নিচ্ছে লখনউ।
আর গুজরাট টাইটান্স রয়েছে দারুণ ছন্দে। বিশেষ করে বোলিং আক্রমণেমহম্মদ সামি, রশিদ খান, নুর আহমেদ, লিটল,মোহিত শর্মা-প্রত্যকেই দুর্দান্ত পারফরমেন্স করছেন। ব্যাটিংয়ে অধিনায়ক হার্দিক পান্ডিয়া দারুণ ছন্দে। তবে আলাদা করে বলতে হয় শুভমন গিল এবং ঋদ্ধিমান সাহার ওপেনিং জুটির কথা। প্রতি ম্যচেই তারা ভালো খেলছেন। এছাড়া মিলার, অভিনব মনোহররা তো আছেন ম্যাচ ফিনিশ করার জন্য।