আজ আন্তর্জাতিক যোগ দিবস
আজ আন্তর্জাতিক যোগ দিবস। বহু যুগ ধরেই ভারতীয়দের মধ্যে যোগচর্চার অভ্যাস রয়েছে। ঋষি-মুনীরাও শরীর-স্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত যোগাসন করার কথা বলে গিয়েছিলেন।নবম আন্তর্জাতিক যোগ দিবসে হিমাচল প্রদেশের হামিরপুরে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। শুধু তিনিই নন, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বিজেপি সাংসদ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও বিভিন্ন জায়গায় যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন।
ভোরেই হিমাচল প্রদেশে নিজের কেন্দ্র হামিরপুরে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর।বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও গুরুগ্রামের তাউ দেবী লাল স্টেডিয়ামে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন এবং সকলের সঙ্গে যোগাসন করেন।কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব বর্তমানে রয়েছেন ওড়়িশার বালেশ্বরে। সেখানেই তিনি যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, “আজ বালেশ্বরে কয়েক হাজার যুব আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই।