You will be redirected to an external website

Bonny Sengupta:নিয়োগ দুর্নীতিতে এ বার তলব টলি অভিনেতাকে,কী ভাবে জড়িত বনি সেনগুপ্ত?

Bonny-Sengupta:নিয়োগ-দুর্নীতিতে-এ-বার-তলব-টলি-অভিনেতাকে,কী-ভাবে-জড়িত-বনি-সেনগুপ্ত?

নিয়োগ দুর্নীতিতে এ বার তলব টলি অভিনেতাকে

নিয়োগ দুর্নীতির তদন্তে প্রথম কোনও অভিনেতাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। চলতি সপ্তাহে ইডি দফতরে তলব করা হয়েছে অভিনেতা বনি সেনগুপ্তকে। ইডির দফতরে যাওয়া নিয়ে অভিনেতা বলেন, ‘‘হ্যাঁ হ্যাঁ! না যাওয়ার কী আছে?’’ শুক্রবার তলব করা হয়েছে তাঁকে। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি দেখে বনির নাম পেয়েছেন তাঁরা। সেই সূত্রেই তাঁকে তলব। নিয়োগ দুর্নীতি তদন্তে তদন্তকারীদের আতশকাচের নীচে রয়েছেন এক অভিনেত্রীও। চলতি সপ্তাহে কুন্তলের কয়েকজন এজেন্টকেও তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

ঘটনাচক্রে, হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতিকাণ্ডে শুক্রবার শান্তনুকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের গ্রেফতারির পর একাধিক বার শান্তনুকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Satish-Kaushik:হৃদ্‌রোগে-আক্রান্ত-হয়ে-প্রয়াত-কৌতুকাভিনেতা-সতীশ-কৌশিক Read Next

Satish Kaushik:হৃদ্‌রোগে আক্রান্...