You will be redirected to an external website

Rain Forecast: ফুঁসছে দিঘার সমুদ্র, পর্যটকদের জলে নামতে জারি নিষেধাজ্ঞা...

Rain-Forecast:-ফুঁসছে-দিঘার-সমুদ্র,-পর্যটকদের-জলে-নামতে-জারি-নিষেধাজ্ঞা...

পর্যটকদের জলে নামতে জারি নিষেধাজ্ঞা

মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে রং বদলেছে দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর-সহ উপকুলবর্তী এলাকার সমুদ্রের। বুধবার সকাল থেকে ঘন কালো মেঘে মুখ ঢেকেছে দিঘা-সহ উপকূলবর্তী এলাকার আকাশ। সকালে বৃষ্টির দাপট কিছুটা কমলেও বইছে ঝোড়ো হাওয়া। 

দিঘার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখন সেখানে পর্যটকের চাপ কম। তবে আবহাওয়া খারাপ থাকায় সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গার্ডওয়াল ছাপিয়ে জল আছড়ে পড়ছে ফুটপাথে। পর্যটকেরা যাতে এখন গার্ডওয়ালে না উঠে পড়েন বা সমুদ্রে স্নান করতে না নামেন সে দিকে নজরদারি চালাচ্ছে প্রশাসন। এ জন্য সৈকতে টহলদারি চালাচ্ছে পুলিশ এবং নুলিয়া। 

ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামসুন্দর দাস বলেন, ‘‘আবহাওয়া দফতরের নির্দেশ মতো এই মুহূর্তে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে যাঁরা সমুদ্রের গভীরে গিয়েছেন তাঁদেরও ফিরে আসতে বলা হয়েছে। পূর্ণিমার ভরা কটালের সঙ্গে খারাপ আবহাওয়া থাকায় সমুদ্র যথেষ্ট উত্তাল হয়ে রয়েছে।’’

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

অভিযোগ-ওঠার-৪৮-ঘণ্টার-মধ্যেই-সাংবাদিক-বৈঠক-ডাকলেন-সাংসদ-নুসরত-জাহান... Read Next

অভিযোগ ওঠার ৪৮ ঘণ্টার ম...