জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক । সংগৃহীত ছবি
জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক এবং শ্রীনগর-লেহ হাইওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মুঘল রোড এখনও যান চলাচলের জন্য বন্ধ রয়েছে। সোমবার সকাল ৬টা থেকে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে দুদিকে হালকা যান চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে ।
আধিকারিকদের মতে, হালকা যান জম্মু থেকে শ্রীনগর এবং শ্রীনগর থেকে জম্মুতে নিয়ে যাওয়া হচ্ছে। জম্মু থেকে শ্রীনগরের দিকে ভারী যানবাহন পাশ করার পরই পাঠানো হবে। এরপর নিরাপত্তা বাহিনীর গাড়িগুলো যেতে দেওয়া হবে।রবিবার সকাল থেকে জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়কে দুদিকে ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে, শ্রীনগর থেকে জম্মু যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে শুধুমাত্র ভারী যানবাহনকে।
শ্রীনগর-লেহ হাইওয়েও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। মুঘল রোড বর্তমানে যান চলাচলের জন্য বন্ধ রয়েছে। মুঘল রোড পরিষ্কারের কাজ চলছে।কর্তারা বলছেন, শিগগিরই মুঘল রোডও যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।এছাড়াও শ্রীনগর-লেহ হাইওয়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত। মুঘল রোড এখনও যান চলাচলের জন্য বন্ধ রয়েছে। মুঘল রোড পরিষ্কারের কাজ এখনও চলছে। কর্মকর্তারা বলছেন, নির্ধারিত সময়ের পর মহাসড়কে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।