সপ্তাহে শুরুতেই ট্রেন চলাচলে বিঘ্ন ! সংগৃহীত ছবি
সপ্তাহে কাজের দিনের শুরুতেই ট্রেন চলাচল বিঘ্ন। মঙ্গলবার সকালে গড়িয়া স্টেশনের কাছে রেললাইনে ফাটলের জেরে সমস্যা দেখা দেয়। শিয়ালদা দক্ষিণ শাখায় আংশিক ব্যাহত হয় ট্রেন চলাচল।
মঙ্গলবার সকালেই ৮.৩২ মিনিটের ক্যানিং শিয়ালদহ মাতৃভূমি লোকাল-সহ চার জোড়া ট্রেন বাতিল হয়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখার রেল দুর্ভোগে নিত্য যাত্রীরা। শনি-রবিবার আর শ্রমিক দিবসের ছুটি কাটিয়ে মঙ্গলবার সকালে সবাই কাজে বেরিয়েছিলেন। কিন্তু কাজে যাওয়ার প্রথম দিনই নাজেহাল হতে হয় নিত্যযাত্রীদের। শিয়ালদহ দক্ষিণ শাখায় সকাল থেকে প্রচুর ট্রেন বাতিল করা হয়। একাধিক স্টেশনে তা ঘোষণাও করা হয়।
রেলের তরফ থেকে জানা যাচ্ছে, দক্ষিণ শাখায় গড়িয়াতে রেল লাইনের ওপর গাছ পড়ে যাওয়ার কারণেও ট্রেন চলাচল কিছুটা ব্যহত হয়েছে। পরে অবশ্য গড়িয়া প্ল্যাটফর্মের কাছে রেললাইনে ফাটল নজরে আসে। ঘটনাস্থলে পৌঁছন রেল কর্মীরা। ফাটল মেরামতির কাজ শুরু হয়। রেল সূত্রে খবর, শিয়ালদা দক্ষিণ শাখায় সকাল ৬টা ৪৭ থেকে বন্ধ ছিল ট্রেন চলাচল। ৮টা থেকে ফের ট্রেন চলাচল শুরু হয়। এর ফলে প্রায় দেড় ঘন্টা যাত্রীদের অনেককে স্টেশনে আটকে থাকতে হয়।