শুরু হল বালেশ্বরে ট্রেন চলাচল ! ছবি..আনন্দবাজার
ডাউন লাইনে সফল ট্রায়াল রানের পর রাতেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে আপ লাইনেও ট্রেনের ট্রায়াল রান সফল হয়। শুক্রবার সন্ধ্যা থেকে পুরোপুরি স্তব্ধ বালেশ্বর লাইনের ট্রেন চলাচল। করমণ্ডল দুর্ঘটনার পর দু’দিন কেটে গেছে, ওই লাইনে না আপ, না ডাউন কোনও ট্রেনই চলেনি।ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেস
দুর্ঘটনার ৫১ ঘণ্টার মধ্যেই ট্রেন চলাচল শুরু হল বাহানাগা দিয়ে। রবিবার রাতেই বালেশ্বর ডাউন লাইনে চলল ট্রেন।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতেই অভিশপ্ত লাইনের উপর দিয়ে ফের গড়াল ট্রেনের চাকা। দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর প্রথম বালেশ্বর লাইনে ট্রেনের চাকা গড়াল। জানা গেছে, রবিবার রাতে ওই লাইনের ডাউনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে এখনই পরিষেবা স্বাভাবিক হচ্ছে না!গত শুক্রবার করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর শনিবার সকালেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তারপর থেকে তিনি নিজে দুর্ঘটনাস্থলে বসে থেকে উদ্ধারকাজ তদারকি করছেন।
অবশেষে রেলকর্মী ও আধিকারিকদের তৎপরতায় ভয়াবহ দুর্ঘটনার ৫১ ঘণ্টার মধ্যেই ট্রেন চলাচলের জন্য প্রস্তুত হল বালেশ্বরের আপ ও ডাউন লাইন দুটি। বলা যায়, একেবারে যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত লাইন দুটি মেরামত করা হল।রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতেই বাহানাগা স্টেশন দিয়ে বালেশ্বর ডাউন লাইনে প্রথম ট্রায়াল রান হিসাবে মালগাড়ি চালানো হয়। প্রথম ট্রায়াল রান সফল হয়েছে।