দুর্ভোগে পড়েছেন যাত্রীরা ! সংগৃহীত ছবি
দুর্ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও এখনও স্বাভাবিক হল না হাওড়া-বর্ধমান কর্ড এবং মেইন ও ডাউন লাইনে ট্রেন চলাচল। বুধবার রাতে লাইনচ্যুত হয়ে যাওয়া লোকাল ট্রেনের বগি দু’টিকে লাইন থেকে সরানোর কাজ চলছে। তবে সরিয়ে ফেলা হয়েছে মালগাড়ির বগিগুলিকে। দুর্ঘটনার জেরে রাত থেকেই দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। দুর্ঘটনার প্রভাব পড়েছে ব্যান্ডেল-হাওড়া মেন লাইনেও।
রেল সূত্রে জানা গিয়েছে, রাতে লাইনচ্যুত ট্রেন সরানোর কাজের তেমন অগ্রগতি না হলেও বৃহস্পতিবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় লাইনচ্যুত লোকাল ট্রেনের বগি দু’টিকে সরানোর কাজ শুরু হয়েছে। মালগাড়ির বগিগুলিকে ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ ডাউন মোকামা-হাওড়া প্যাসেঞ্জার ছেড়ে যায়। প্রায় ১০ ঘণ্টা পর ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়। দুর্ঘটনার জেরে দূরপাল্লার বিভিন্ন ট্রেন দেরিতে চলছে। উত্তরবঙ্গ থেকে আসা ডাউন ট্রেনগুলিকে কাটোয়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন।