যাত্রীরা নাকাল, বিপাকে পড়েছেন হকাররাও। সংগৃহীত ছবি
ডাবলিংয়ের কাজের জন্য বারাসত-হাসনাবাদ ডাউন ও আপ লাইনে কাজের জন্য আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার ট্রেন বন্ধ থাকবে। পূর্ব রেল সূত্রে বিবৃতি দিয়ে আগেই একথা জানিয়ে দেওয়া হয়েছিল যাত্রী ও হকারদের উদ্দেশে। গত সোমবারের বিবৃতি অনুসারে ৪৭ ঘণ্টা ট্রেন বন্ধ থাকার কথা। ট্রেন পরিষেবা বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে। একদিকে গ্রীষ্মের প্রচণ্ড গরম, তার সঙ্গে ভিড়, দুইয়ে মিলে অফিস যাত্রীরা নাকাল। বিপাকে পড়েছেন হকাররাও।
আগামী ১৯ এপ্রিল থেকে আবার স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করবে। বারাসত থেকে হাসনাবাদের মাঝে মোট ১৭টি স্টেশন রয়েছে। নিত্যদিন লক্ষ লক্ষ যাত্রী এই শাখায় যাতায়াত করেন কলকাতা ও বারাসাতের উদ্দেশ্যে। শিয়ালদহ ডিভিশনে সণ্ডালিয়া এবং লেবুতলা স্টেশনের মাঝে ডাবলিংয়ের কাজ রবিবার রাত ১২টা থেকে শুরু হয়েছে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী।
যাত্রীদের দুর্ভোগের কথা মাথায় রেখে রাজ্যসরকার সরকারি ও বেসরকারি বাস পর্যাপ্ত পরিমাণে চালানোর কথা আগেই ঘোষণা করেছে। সেই মতো ডব্লিউএসটিসি বাস কোথা থেকে কখন ছাড়বে, তার তালিকাও প্রকাশ করেছে রাজ্য পরিবহন দফতর। হাসনাবাদ এবং বসিরহাটের প্রান্তিক জায়গা থেকে সরকারি বাস কখন ছাড়বে, তা নিয়ে বাসের নাম সহ তালিকা ও সময় দিয়ে নোটিশ দেওয়া হয়েছে বোর্ডে।