You will be redirected to an external website

Vande Bharat Express: হাওড়া থেকে বিহার যাত্রা এ বার আরও সহজ! চালু হচ্ছে হাওড়া-পটনা বন্দে ভারত

Vande-Bharat-Express:-হাওড়া-থেকে-বিহার-যাত্রা-এ-বার-আরও-সহজ!-চালু-হচ্ছে-হাওড়া-পটনা-বন্দে-ভারত

হাওড়া থেকে বিহার যাত্রা এ বার আরও সহজ!

বাংলার হাতে আসছে আরও একটি বন্দে ভারত সুপারফাস্ট এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি এবং পুরীর পর চালু হতে চলেছে হাওড়া-পটনা বন্দে ভারত। হাওড়া থেকে পটনা আবার পটনা থেকে জোসিডি, আসানসোল হয়ে হাওড়া ছুটবে এই নতুন বন্দে ভারত। রেল সূত্রে জানা গিয়েছে এমনটাই।

রেল সূত্রে খবর, শনিবার পরীক্ষামূলক যাত্রা করবে নতুন এই বন্দে ভারতটি। পরীক্ষামূলক যাত্রার জন্য শনিবার সকাল ট্রেনটি সকাল ৮টায় পটনা ছেড়েছে। ট্রেনটি জোসিডি স্টেশন পৌঁছাবে সকাল ১১টা নাগাদ। এর পর ১২টা ১৫ মিনিট নাগাদ এটি আসানসোল পৌঁছবে। হাওড়া ঢুকবে দুপুর আড়াইটে নাগাদ। আবার দুপুর ৩টে ৫৫ মিনিট নাগাদ হাওড়া ছাড়বে নতুন বন্দে ভারত। আসানসোল পৌঁছবে বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ। এর পর জোসিডি হয়ে পটনা পৌঁছবে রাত ১০টা ৩৫ মিনিট নাগাদ। অর্থাৎ, হাওড়া থেকে পটনা এবং পটনা থেকে হাওড়া পৌঁছতে সময় লাগবে সাড়ে ৬ ঘণ্টার কাছাকাছি। শনিবার ট্রেনটির পরীক্ষামূলক যাত্রা সফল হলে আগামী ১৫ই অগস্ট থেকেই এই ট্রেন যাত্রীদের জন্য চালু করা হতে পারে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Dengue:-ডেঙ্গিতে-রাজ্যে-ফের-মৃত্যু,-গত-এক-মাসে-এ-নিয়ে-প্রাণ-গেল-১০-জনের Read Next

Dengue: ডেঙ্গিতে রাজ্যে ফের ম...