আলুর চপ হাতে চায়ের কাপে চুমুক
জনসংযোগ যাত্রা নিয়ে এখন পুরুলিয়ায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণের পর বৃহস্পতিবার সন্ধ্যায় বান্দোয়ানের একটি চপের দোকানে যান অভিষেক। সেখানে চা-তেলেভাজা সহযোগে আড্ডার ছলে জনসংযোগ করতে দেখা যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে।
অভিষেককে কাছে পেয়ে প্রথমে বিশ্বাসই হচ্ছিল না স্থানীয়দের। বোরো কালীতলা এলাকায় তৃণমূল সাংসদকে চপের দোকানে দেখে ক্রমেই সেখানে ভিড় বাড়তে শুরু করে স্থানীয়দের। তাদের যাবতীয় অভাব-অভিযোগের কথা মন দিয়ে শোনেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। গরম গরম তেলেভাজার সঙ্গে চায়ের কাপে চুমুক দিতেও দেখা যায় অভিষেককে। স্থানীয় পঞ্চায়েত ঠিকভাবে কাজ করছে কিনা তা সাধারণ মানুষের কাছে জানতে চান তৃণমূল সাংসদ। স্থানীয়রা তাঁকে জল ও রাস্তার সমস্যার কথা তুলে ধরেন।
বোরো কালীতলায় চপের দোকানে অভিষেকের এই জনসংযোগ যে খানিক আলাদা, তা তৃণমূল সাংসদের ফেসবুক পোস্ট থেকেও বোঝা গিয়েছে। ছবি শেয়ার করে ফেসবুকে অভিষেক লেখেন, 'পুরুলিয়ার বোরো কালীতলায় বৃষ্টির পর তেলেভাজা আর চায়ের সঙ্গে সন্ধেবেলাটা জমে গেল। বৃষ্টি ভেজা মাটির গন্ধের সঙ্গে আজ গ্রামবাংলার সঙ্গে মিশে গেলাম।'