You will be redirected to an external website

ভারতীয় না হয়েও তৃণমূলের বিধায়ক আলোকরানি !

ভারতীয় নন তৃণমূল বিধায়ক ! সংগৃহীত ছবি

কলকাতা হাই কোর্টের একক বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী আলোরানি সরকার। তাঁর দায়ের করা নির্বাচন সংক্রান্ত পিটিশন খারিজ করে দিল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বনগাঁ দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন আলোরানি। এর পর আদালতের দ্বারস্থ হয়ে তিনি দাবি করেন, নির্বাচনে কারচুপি হয়েছে। ওদিকে বিজেপির তরফে দাবি করা হয়, আলোরানি ভারতের নাগরিকই নন। তিনি আদপে বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের ভোটার লিস্টে তাঁর নাম রয়েছে। একথা জানিয়ে আদালতে নথি পেশ করে বিজেপি। বিজেপির দেওয়া তথ্য মিথ্য বলে দাবি করলেন তার স্বপক্ষে কোনও নথি পেশ করতে পারেননি আলোরানি। যার ফলে ২০২২ সালের ২২ মে আলোরানির আবেদন খারিজ করে দেন বিচারপতি বিবেক চৌধুরী।

সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন আলোরানি। সেখানে বিজেপির তরফে জানানো হয়, আলোরানি যে বাংলাদেশের নাগরিক তা প্রমাণিত। আর ভারতীয় নাগরিকত্ব আইনে দ্বৈত নাগরিকত্বের সুযোগ নেই। ফলে আলোরানি ভারতের নাগরিক হতে পারেন না। তাই তাঁর ভোটে প্রতিদ্বন্দিতা করারও অধিকার নেই

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

অনুব্রতর কারচুপি নিয়ে ম...