You will be redirected to an external website

"আমি নিজের দলেরই ষড়যন্ত্রের শিকার", দাবি তৃণমূল বিধায়ক !

রাজনৈতিক চক্রান্তের শিকার তৃণমূল বিধায়ক! সংগৃহীত ছবি

“দলের কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি । আমি নিজের দলেরই ষড়যন্ত্রের শিকার”। শনিবার সকালে সাংবাদিকদের একথাই বললেন তৃণমূল বিধায়ক তাপস সাহা ৷ শুক্রবার থেকে ১৫ ঘণ্টা ধরে সিবিআই তল্লাশি চালায় এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করে ৷ তল্লাশি শেষে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করার সময় চোখের জল আটকাতে পারলেন না তেহট্টের বিধায়ক৷

কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা বেরিয়ে যেতেই দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন তাপস। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন দলের একাংশের বিরুদ্ধেই। তাপস বলেন, ‘‘দলের জন্য জীবন উৎসর্গ করেছি। আজ এত বড় ষড়যন্ত্রের মধ্যেও দলের কেউ খোঁজ রাখেনি। আমার কাছে মিঠু এবং মলয়ের নাম বার বার জানতে চাওয়া হয়েছে।’’তাঁর সংযোজন, ‘‘এটা পরিষ্কার যে, দলের স্থানীয় কেউ ছাড়া আমার কাছের ওই দুই নেতার সম্পর্কে কারও পুঙ্খানুপুঙ্খ জানার কথা নয়।’’ বিধায়ক এ-ও দাবি করেন যে, সিবিআই তাঁকে বলেছে যে, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। আপ্তসহায়ক তাঁকে প্রতারণা করেছে বলেও অভিযোগ তাপসের। রাজনৈতিক চক্রান্তের কথা আরও একবার বলেন তাপস।

তাঁর দাবি, তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার। সিবিআইও সেকথা বলেছে তাঁকে। দিনকয়েক ধরে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাপস সাহা। প্রশ্ন উঠছে, তবে কী দলবদলের কথা ভাবছেন তৃণমূল বিধায়ক? তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন তাপস।পর সাংবাদিকদের তাপস সাহা বলেন, "টিনা সাহা অ্যান্ড আদার্স এবং পুরো বিজেপির চক্রান্তের শিকার আমি ৷ যাঁরা আমার বিরুদ্ধে এই চক্রান্ত করেছেন, তাঁদের বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে ৷" তৃণমূলের জেলা পরিষদের সদস্য টিনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ৷ তিনি বলেন এই টিনা ভৌমিক সাহা দলেরই কিছু নেতা কর্মী এবং বিজেপির সঙ্গে এক জোট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত করেছে ৷

 ষড়যন্ত্র প্রসঙ্গে তেহট্টের বিধায়ক বলেন, "আমার দলের জেলা সভাপতি কথা বলেননি ৷ দলের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস কথা বলেননি ৷ তবে আমি মাঠেঘাটে লড়াই করা মানুষ ৷" তবে তাঁর আত্মবিশ্বাস তিনি পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তাঁদের উৎখাত করতে পারবেন।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

কেরল-সফরের-আগেই-মোদীর-নামে-হুমকি-চিঠি-বিজেপি-কার্যালয়ে Read Next

কেরল সফরের আগেই মোদীর না...